শিক্ষকদের জন্য অনুপ্রেরণাদায়ক
একগুচ্ছ বাণী
১. “শিশুদেরকে আপনার নিজের শিখণের
মধ্যে আবদ্ধ রাখবেন না, কারণ তারা জন্মেছে অন্য যুগে।” --চীনা প্রবাদ
২. “শিক্ষার্থীরা যদি উন্নত পরিবেশ
বা পরিবার থেকে আমাদের কাছে আসে, তবে আমাদের কাজটি সহজ হয়ে যায়। আর তারা যদি অনুন্নত
কোন পরিবার হতে আসে, এটা আমাদের কাজকে অধিকতর গুরুত্বপূর্ণ করে তোলে।”—শিক্ষা
মনোবিজ্ঞানী বারবারা কলোরস
৩.“আমরা শিশুদেরকে জ্ঞানানুসন্ধানে
ছুটতে দেখতে পছন্দ করি, জ্ঞানকে শিশুর পেছনে নয়।” –জর্জ বার্ণার্ড শ’
৪. “আমরা কিশোর-কিশোরীদেরকে এমন কিছু
দিতে চাই, যা তাদেরকে সহায়তা করে, আর আমরা জানি না তা আসলে কী?”—ওয়েন্ডেল বেরী
৫. “শিক্ষকতা হচ্ছে; মহত্তম আশাপ্রদ
কাজ।”-কুলীণ উইলকক্স
৬. “আপনি কী জানেন তা নিয়ে শিক্ষার্থীরা
ভাবেনা, যতক্ষণ না আপনি তাদেরকে নিয়ে কতটা ভাবেন তা না জানে।” –জনৈক শিক্ষাবিদ
৭. “প্রায়ই শিক্ষকের স্বপ্ন তখনই
আরম্ভ হয়, যিনি শিক্ষার্থীদেরকে বিশ্বাস করেন, তাদেরকে কোন কিছু শেখানোর জন্য
আপ্রাণ চেষ্টা চালান এবং কখনও কখনও চরম সত্যের দ্বারপ্রান্তে নিয়ে যান।”—ডান রাদার
৮. “উত্তম শিখাণো অনেকটা এক
চতুর্থাংশ প্রস্তুতির উপর নির্ভর করে এবং বাকি তিন ভাগ অভিনয়।”—গেইল গোল্ডউইন
৯. “শিক্ষাদানের আর্ট বা কলা হলো কোন
কিছু আবিস্কারে সহায়তা দেয়া।”—মাকৃ বেন ডোরেন
১০. “শিক্ষকতা কোন হারিয়ে যাওয়া কৌশল
বা আর্ট নয়, কিন্তু এর প্রতি নিষ্ঠাবান হওয়াটা একটি হারানো ঐতিহ্য বিশেষ।”—জেক্স
বারজান
১১. “শিক্ষা কোন সনাতন রীতি-নীতিকে
পূণর্বিন্যসকরণ নয়, আগুন জ্বালিয়ে দেয়া।”—উইলিয়াম বার্টলার ইয়েটস
১২. “শিক্ষক হিসেবে আমি পৃথিবীকে
বদলে দেব এ কথা বলব না, আমি নিশ্চয়তা দিতে পারি যে, আমি মানব মস্তিস্ককে এমনভাবে
প্রজ্জ্বলিত করে দেব যা পৃথিবীকে বদলে দেবে।”—তুপাক শাকুর
১৩. “শিক্ষা জীবনের প্রস্তুতি নয়,
শিক্ষা নিজেই জীবন।“—জন ডিউই
১৪. “আমি বিশ্বাস করি যে, একজন মহান
শিক্ষক হলেন, মহান শিল্পী বিশেষ, আর তেমন শিল্পীর বড়ই অভাব। এমন কি এটা এমন এক
শিল্প, যা মহত্তম কিছু, কারণ এটি মানব মন এবং আত্নার মাধ্যমেই ঘটে থাকে।”—জন
স্টেইনবেক
১৫. “সাধারণ মানের একজন শিক্ষক কথা বলেন
বেশি। ভাল শিক্ষক ব্যাখ্যা করেন। উত্তম শিক্ষক প্রদর্শন করেন। মহান সব শিক্ষক
অনুপ্রাণিত করেন।”—উইলিয়াম ওয়ার্ড
১৬. “প্রতেক কিছু যতটা সম্ভব সহজ করা
উচিত, কিন্ত অতি সরলীকরণ নয়।”—আইনস্টাইন
১৭. “ভূমিকম্প হয়ে যাওয়ার পরই আমরা
ভূত্ত্ব বা ভূমিকম্প নিয়ে জানি।--রলফ ওয়াল্ডো এমারসন
১৮. “(শিক্ষায়) ব্যর্থতা বলতে কিছু
নেই। আছে শুধরানো বা ফলাবর্তন।”—রবার্ট এ্যালেন
১৯. “একজন মানুষের শিক্ষা যেভাবে
আরম্ভ হয়, তার ভবিষ্যত জীবন সেভাবেই নির্ধারিত হবে।”—প্লেটো
২০. “আপনি যদি এক বছরের পরিকল্পনা
করেন, তার জন্য বীজ বপন করুন; দশ বছরের পরিকল্পনা করলে গাছ লাগান, সারা জীবনের
পরিকল্পনা করলে, মানুষকে শিক্ষা দিন।”—চীনা প্রবাদ
২১. “মৃত্যু শ্রেষ্ঠতম ত্যাগ নয়,
সবচেয়ে বড় ক্ষতি হলো জীবিতাবস্থায় অন্তরের মৃত্যু। কখনও ভেঙ্গে পড়তে নেই।”—তুপাক
শাকুর
২২. “একজন ভাল শিক্ষক মোমবাতির ন্যায়।অন্যকে
আলো দেখানোর জন্য এটা নিজে পুড়তে থাকে।”—মোস্তফা কামাল আতাতুর্ক
২৩. “যত পড়বেন, তত শিখবেন. যত
শিখবেন, তত মর্যাদাশীল হবেন।”—ড. সিয়াস
২৪. “আমি শিক্ষক নই, ঘুমন্ত কাউকে
জাগিয়ে দেয়াই আশার কাজ।”—রবার্ট ফ্রস্ট
২৫. “কচি-কাচা মানসকে ভিত্তি পেতে
সহায়তা করা মহান হৃদয়ের দরকার।”—জনৈক শিক্ষাবিদ
২৬. “শিশুদের গুণতে শিখানো উত্তম
কাজ, কিন্তু তাদেরকে কী গুণতে হয় তা শেখানো সর্বোত্তম কাজ।”—বব টলবার্ট
২৭. “কাঁকড়াকে সোজা পথ হাঁটতে শিখানো
যায় না।”—এ্যারিস্টো ফ্যান্স
২৮. “আমাদের অনুসৃত উপায়ে কোন শিশুদের
শিখতে না পারলে, তাদের মত করেই আমাদেরকে শিখাতে হতে পারে।”—ইগনাচিও নাচো এস্ট্রাডা
২৯. “প্রচন্ড দ্রুত বেগে ধাবমান
তীরের মত শিক্ষার্থীদেরকে থামানোর অস্ত্র হলেন, শিক্ষকগণ।“—কাহলিল জিব্রান
৩০. “মেধাবী শিক্ষকদেরকে মানুষ
প্রশংসা করে, কিন্তু মানব অনভুতিকে স্পর্শ করেন, এমন শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করে, তারা। শিক্ষাক্রম হলো, কাঁচামাল স্বরূপ, কিন্তু গাছের চারা বেড়ে ওঠা
এবং শিশু পরিচর্চার জন্য কেঁচোর মত সহায়ক
উপকরণ অতীব গুরুত্বপূর্ণ।”—কার্ল জাং
৩১. “শিক্ষকতা এমন এক পেশা, যা সকল
পেশার জনক।”—জনৈক শিক্ষাবিদ
৩২. “একটি পুরো জাতি রাস্ট্রে
শ্রেষ্টতম হচ্ছেন শিক্ষকমন্ডলী, অন্যদের ভুমিকা নগন্য।”—লী লাকুক্কা
৩৩. “আমি কাউকে কোন
কিছু শিক্ষা দিই না। আমি শুধু তাদেরকে চিন্তা করতে শিখাই।”—সক্রেটিস
৩৪. “মনে রাখতে হবে, ব্যর্থতা একটি ঘটনা বিশেষ, ব্যক্তি
নয়।”—জিগ জিগলার
৩৫. “হতে পারে বাস্তব জীবনে আমাদের চলার পথে কোন দিকে যেতে
হবে জানি না। যে মন যন্ত্রণা পায়নি তা বেকার। বাধাপ্রাপ্ত নদীর স্রোতই গান
গায়।”—ওয়েন্ডের বেরী
৩৬. “শিখণ কোন খেলার দর্শক নয়।”—ডি. ব্লচার
৩৭. “কোন কিছু জানার পরের শ্রেষ্টতম উপায় হলো, এটা কোথায়
পাওয়া যাবে তা জানা।”—স্যামুয়েল জনসন
৩৮. “কাউকে কখনও নিরুৎসাহিত করবেন না, যে নিত্যই উন্নতি করছে,
তা যত ধীরগতিরই হোক না।”—প্লেটো
৩৯. “মন যা বলে, চোখে তাই দেখতে পায়।”—হেনরী বার্গসন
৪০. “আমি কখনও শিক্ষার্থীদেরকে শিখাই না। আমি শুধু এমন
পরিস্থিতি সৃস্টি করি যাতে তারা শিখতে পারে।”—আইনস্টাইন
৪১. “শিক্ষা কাউকে আত্নবিশ্বাসী করে তোলে। আত্নবিশ্বাস আশার
সঞ্চার করে। আশা প্রশান্তি বয়ে আনে।”—কন্ফোসিয়াস
৪২. “জানা ও বুঝার মাঝে ব্যাপক পার্থক্য বিদ্যমান। আপনি অনেক কিছু
জানতে পারেন, কিন্তু বুঝবেন কম।”—চার্লস এফ. ক্যাটারিং
৪৩. “আমি সেই শিক্ষককে পছন্দ করি, যিনি বাড়ির কাজ ছাড়াও কোন
কিছু বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবেন।”—লিলি টমলিন
৪৪. “শিক্ষক; কে বা কী হন, তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো
তিনি কী শিক্ষা দেন।”—কার্ল মেনিনজার
৪৫. “অধিকাংশ মানুষই প্রাপ্ত সুযোগ হেলায় হারান, কারণ বাহ্যিক
বিষয় কাজের মত মনে হয় বটে।”—টমাস এডিশন
৪৬. “গল্প হতে ভাবনার সৃস্টি, হতে পারে তা কোন ঘটনা, মানুষ,
আকাংখা এবং সাফল্য গাথা। উত্তম শিক্ষক উত্তম গল্পকার।আমরা গল্পচ্ছলে শিখি।”—ফ্রাংক
মার্টিন
৪৭. “আপনি বহমান বায়ুর গতিপথ নির্ধারন করে দিতে পারেন না,
কিন্তু পালটা ঠিক করে দিতে পারেন।”—জনৈক শিক্ষা মনোবিজ্ঞানী
৪৮. “উত্তম শিক্ষক হৃদয় নিংড়িয়ে শিখান, গ্রন্থ হতে নয়।”— জনৈক
শিক্ষা মনোবিজ্ঞানী
৪৯. “চামচ দিয়ে খাওয়ালে, পরিশেষে ভাল খাওয়া হয় না, খাওয়ার
রুচি তৈরি করে দেয়াই আসল কথা।”—ই.এম. ফস্টার
৫০. “গত পরশু শেখা জিনিষ যদি আমরা আজকের শিক্ষার্থীদের শিখাই,
আমরা আগামী কালকের শিখন হতে তাদেরকে বঞ্চিত করছি।”—জন ডিউই
৫১. “সত্যিকারের শিক্ষক তাঁর শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত
প্রভাব হতে মুক্ত রাখেন।’—এমস ব্রোনসন এ্যালকট
৫২.“যেসব শিক্ষক নিত্যই শিখতে শিখতে নি:শ্বেস হয়ে যান; তাঁরা
নয়, প্রকৃত শিক্ষক হলেন তাঁরাই, যারা মনে করে ঠিকে আছেন এবং সদা শিক্ষার্থীদের
সন্মুখে উপস্থিত হন।”—ফ্রাংক মার্টিন
সৌজন্যে-টিচ থট ওয়েভ সাইট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন